কোন জাতিকে চোর আর মিথ্যুকে
পরিণত করতে পারলেই বিশ্ব দরবারে তাকে
নর্দমার কীটের মত হেয় করা সহজ হবে!
কে করবে তাকে সম্মান তখন, কে দেবে মূল্য!
হীনমন্যতায় ভুগে ভুগে তারা হতাশ হয়ে
ভুলে যাবে তাদের অতীত-ইতিহাস-ঐতিহ্য!
শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে অমান্য করবে সত্য!
হবে-অনায়াসে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ!
মাদকে আসক্ত করে, অশিক্ষা আর কুশিক্ষায়
ডুবিয়ে রেখে পরিণত করবে তাদের হাতিয়ারে!
স্বপ্ন হারাবে জমিনে, পাবে না ওপারের দর্শন!
চিনবে না বন্ধু! হারাবে চিরতরে আপন-স্বজন!
মূল্যহীন হয়ে হাতড়ে মরবে আবর্জনার স্তুপ!
পাবে না খুঁজে শান্তি, হারানো সেই মুক্তির পথ!