মুক্তির মোহনাটা আর কতদূর!
যেখানে নেয়না পিছু নগ্ন-অসুর
যেখানে শেষ হয় মায়া-ছলনার
যেখানে হয় শুরু, নতুন আশার
যেখানে করেনা বাস অশুভ ধুর
মুক্তির মোহনাটা আর কতদূর!
যেখানে আছে আভা-অনন্তপুর।
যেখানে শাসন চলে-শুধু প্রভুর,
ওখানে তন্দ্রা নেই-নেই আঁধার
ওখানে ভয় নেই ছন্দ হারাবার
ইশারায় ডেকে যায় স্বপ্ন মধুর;
মুক্তির মোহনাটা আর কতদূর।