সেলিব্রেটিরাও কখনো কখনো তুরুপের তাস হয়ে যায়!
যখন কোন সমাজ-কোন জাতি! বিশ্বজুড়ে দুর্গন্ধ ছড়ায়!
পতনের আলামত স্পষ্ট হলেই ওদের সামনে আনা হয়!
যারা এতটাই সস্তা! তাদেরকেও আবার সম্মান দেখায়!
এমন লক্ষণ কল্যাণ বয়ে আনে না, বরং সংকট বাড়ায়!
আর্তের মুক্তি রুখতে চলে কত কসরত সকাল-সন্ধ্যায়!
এভাবেই চলে যুগ যুগ ধরে জালিমদের নির্দয় অভিনয়!
তবুও পায়না তৃপ্তি! শেষে তুলে ধরে পিশাচের পরিচয়!
ধোঁকার ধোঁয়াশায় ডুবে থাকা জনতার থাকেনা চেতনা!
জুলুমের আঘাতে-অবিরাম বাড়তে থাকে শুধুই বেদনা!
চোখের আড়ালে যা কিছু ঘটে তার হদিস ওরা পায় না,
যা পায়-তারই গুঁতায় জ্ঞানও হারায়! মিলে না সান্ত্বনা!
তবু একদিন দেয়ালে ঠেকলে পিঠ, আর বসে থাকে না-
সামিল হয়ে যায় মুক্তির মিছিলে-এঁকে মুক্তির আল্পনা।