মুক্তিযোদ্ধারা আউলা বাতাসে উড়ে বেড়ানো
কোন খড়কুটো নয় যে, ফুঁ দিলে উড়ে যায়!
মুক্তিযোদ্ধারা এ মাটির সন্তান-দেশের সম্পদ;
তারা আছে লক্ষকোটি জনতার হৃদয় জুড়ে।
আর, একাত্তরও কোন বালির ঢিবি নয় যে,
সুনামিতে ভেসে যাবে সাগর বা দরিয়ায়!
ইচ্ছে করলেই একাত্তরকে মুছে ফেলা যায় না,
যারা মুছে ফেলতে চায়, তারা বড় অকৃতজ্ঞ!
ওরা বিভেদ সৃষ্টি করে ভেঙ্গে দিতে চায় ঐক্য!
ওরা মুখোশধারী মুনাফেক, আগ্রাসীদের চর!
একাত্তর মুছে ফেললে থাকে না বাংলাদেশ!
থাকে না প্রাণপ্রিয় লাল সবুজের পতাকা।
যা বুকে নিয়ে রাজপথে তোলা যায় ঝড়!
উপড়ে ফেলা যায় পরজীবীর শেকড়।
একাত্তরের গল্প শুনেছো, দেখো তো নাই,
ফের যদি দেখতে চাও তবে তুমি স্বদেশী নও!
মুক্তিযোদ্ধা মানে কুঞ্জপথের মাস্তান নয়,
নয় কোন চোর-বাটপার বা চান্দাবাজ!
কিংবা দেশের সম্পদ গ্রাস করা ধান্দাবাজ!
মুক্তিযোদ্ধা মানে কোন ডিজিটাল টোকাই নয়,
তারা গলাবাজি করে স্বাধীনতা অর্জন করে নাই,
বুকের রক্ত দিয়ে লিখে দিয়েছে “বাংলাদেশ।”
সবুজ জমিন লাল করেছে বুকের রক্ত ঢেলে!
তাই তো পেয়েছো লাল সবুজের পতাকা।
মুক্তিযোদ্ধারা জাতির শত্রু নয়, নয় দলদাস!
এযাবৎ বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন, স্বাধীনতা।
প্রভুর ইচ্ছায় জাতিকে দিয়েছে তারা উপহার।
তারাই লিখেছে স্বাধীনতার স্বর্ণালী ইতিহাস।