সন্ত্রাস-রাজনীতি যদি-এক পথে হেঁটে যায়!
তেমনি, ষড়যন্ত্র-গণতন্ত্র যদি হয় ভাই ভাই!
মুখোশের-আবডালে, দুর্বৃত্ত চেনা হবে দায়!
অথচ, সত্যের তরে মরলে জীবন ধন্য হয়।
উনিশ’শ একাত্তরের মত, থেকো না বোকা!
তবে তো খেতেই থাকবে, লাগাতার ধোঁকা!
মরণকে পেয়ো না ভয়! আমার স্নেহভাজন;
মরতে হবে সবাইকেই! দু’দিন আগে-পরে;
কেউ মরে জলে ডুবে! অথবা সর্প-কামড়ে!
আমাদের মৃত্যু যেন হয়, স্বদেশ ভালবেসে।
হে মহান প্রভু, মৃত্যু দিও না গাদ্দারের মত;
অথবা ঘৃণ্য দুর্বৃত্ত কিংবা মীরজাফরের মত।
দেশকে ভালোবেসে মরবো-সেইতো শ্রেয়।
এমন মরণ হয় কয়জনের, তাই তুমি দিও।