যাদের নেই কোন-অর্জন তারা করে গর্জন!
ক্ষমতার মোহে হয়ে যায় ভ্রষ্টের সেবাদাস!
বিচিত্র প্রবচনে করে প্রতারণা-সেজে সুজন,
অবিরত করে-অভিনয়! করে নিষ্ঠুর সন্ত্রাস!

সমাজপতিরাই ঐশী বিধান করে-অপমান!
আর্তদের অশ্রু ঝরে তবু! রুদ্ধ শুদ্ধাভিযান!
নিষ্পাপ শিশুর-আর্তনাদে কাঁপে না আরশ!
খুলে দাও, শয়তানের দোসরদের মুখোশ।

নোংরা খেলায় সজ্জন হেরে যায় বার বার!
মোহজালে জড়িয়ে হারায় শেষে অধিকার!
সময় সংকীর্ণ, তবু করো সময়ের অপচয়!
অথচ-অসুরে চক্র গড়ে পেতে অবৈধ জয়!

আগ্রাসনের শিকার হয়ে মানব কাটে ঘাস!
দাজ্জালের মিত্র-নিত্য করে বিদ্বেষের চাষ!
অনুদান প্রাপ্ত যারা শান্তিনীড়ে করে ভোগ!
অতি মাত্রার অভিলাষে বাড়ে ওদের রোগ!

নেপথ্যে রয় যার কুচক্রী চালায় অভিযান!
মুখে বলে মিষ্টকথা, রাখে না কারও মান!
এবার করে দেখাও প্রভু, চূড়ান্ত ফয়সালা-
দেখাও তোমার অতুল শক্তি! হে মহীয়ান।


রচনাকাল=২৮/০৮/২৪