ভূ-রাজনৈতিক-আকলন-প্রাক্কলন
তৈরী করে সবার তরে মরণফাঁদ!
সর্দারেরতো আর দুষ্প্রাপ্যতা নাই;
ছোট-বড়-মেজ! আহারে কি চাঁদ!
ছোট আছে বড় মেজোর পিছনেই
আবার, হবুমোড়ল! মারছে উঁকি!
সবাই সবাইকে, করে গালাগালি!
তাই-ওদের বুঝি থাকে খুব ঝুঁকি!
হবু মোড়ল হায় পড়েছে বিপাকে!
শর্তের নানা ছকে গিয়েছে ফেঁসে!
কেউ বা বলছে, দু'নায়ে পা দিলে
যেতেও পারে-ওরা সমুদ্রে ভেসে!
শুনলাম, মেজো মোড়লের না কি-
অকালে পা কাটছে পল্কা শামুকে!
না কি কৌশলে ফাঁসানো হয়েছে!
যেন অন্যরা না পায়-ওরে ডেকে!
ছটুকে দিতে চায় ব্যারিকেড বড়!
যেন, উঁকিঝুঁকি মারতে না পারে!
হবুরে দিয়ে তাই বড় ফাঁদ পেতে
চাপিয়ে দিলো বোঝা হবুর ঘাড়ে!