আল্লাহ্'র দাসত্ব মেনে না নিলে-
অকৃতজ্ঞ বলে চিহ্নিত হয়ে রবো অনন্তকাল!
ইসলাম শুধু মুসলমানদের একান্ত নিজের ধর্ম নয়;
ইমলাম বিশ্বমানবতার পক্ষে এক অনিন্দ্য সুন্দর
কল্যাণমুখী দর্শন, যা সত্য বলে হয়েছে প্রতিষ্ঠিত।
ধর্মীয় চেতনার অভাবেই আমরা আজ পথভ্রষ্ট!
তবে, ভুল বুঝে ক্ষমা চাইলে পাবো মুক্তির পথ।
মহান আল্লাহ্'র উপর গভীর বিশ্বাস আর
মুক্তির আকুতিই সৃষ্টি করে স্রষ্টার মনে দয়া।
তাই তো আমি চাই, পাই যেন তাঁর মায়া।
মহাবিশ্বের মহাকারিগর, হে মহান অধিশ্বর-
তুমি আমাদের অন্তকরণকে পরিশুদ্ধ করে দাও,
আর দিও হেদায়েত, যেন সত্যের আলোকে
প্রজ্বলিত করতে পারি হৃদয়ের গভীরে,
থাকি যেন তোমার প্রতি চির অবনত।