অনতিদূরে-অপেক্ষমান, মহাসমরের সূচনাকাল;
যখন পাল্টে যাবে রীতিনীতি সভ্যতার হালচাল!
জনপদে জ্বলবে অগ্নিকুণ্ড! ছড়িয়ে যাবে ধূম্রজাল,
কাতারবদ্ধ হবে সত্যাগ্রহী বিপরীতে ভ্রষ্ট জঞ্জাল!
নিবসনে উঠবে ঝড়-দূষিত হবে আকাশ-বাতাস!
শৃঙ্খলমুক্ত হবে শয়তানের ভৃত্য-পিশাচের দাস!
লণ্ডভণ্ড হবে নগর-বন্দর! বিধ্বস্ত হবে আশপাশ!
দুর্গন্ধ ছড়াবে জমিন জুড়ে, প্রাণীর ছিন্নভিন্ন লাশ!
উন্মাদের প্রলাপে বাড়বে বিলাপ-রইবে না আশ;
র'বে না আর মানুষের মাঝে আকাঙ্খা-অভিলাষ!
থমকে যাবে স্বপ্নের-আবাদ-অবলুপ্ত হবে প্রশ্বাস!
নিঃশ্বাস যার রইবে অবশেষ-হারাবে সে আশ্বাস।

স্বদেশ বাঁচাতে চাই প্রতিরোধ! সবার ঐক্যজোট;
সেকারণেই দিতে হবে ছাড়-অত:পর দিও ভোট।