কোয়ার্টার-সেমির সমাপ্ত হলো চাল
এবারে হবে পারমানবিক ফাইনাল!
টঙ্গীতেও রিহার্সাল হয়ে গেল কাল!
মহড়া চলে! আরও বহু মাঠে রোজ
ক’জনাই রাখে তার নিয়মিত খোঁজ
তবে, কেউ বা আনন্দে করে ভোজ!

এবার চূড়ান্ত হবে বিশ্বে প্রভু ক’জন
রবেন এক। বর্জিত হ’বে অবাধ্যগণ
আসবে তখন ওয়ান ওয়ার্ল্ড-অর্ডার।
রক্তাক্ত হবে বিশ্ব ঢের হবে মার্ডার!
কেউ বলে-খাজারে ভরেছে বাজার!
নাশ হবে, দুইতৃতীয়াংশ মানবঝাড়!

তারপর বইবে অনেকদিন সুবাতাস
সবশেষে উত্তম পাবে শ্রেয়-আবাস।