অপশক্তির ভক্তি করতেই পার!
মহান স্রষ্টা তাতে হবে না লয়;
যতই মাতো বিসর্জনের খেলায়,
জমিনে হবে না আত্মার জয়।
মরণ তোমাকেও করবেই গ্রাস!
তখন যদি চাও আত্মার মুক্তি!
মহাশক্তির কাছে করো প্রকাশ;
অপশক্তিদের নেই সে শক্তি।
যদি অমরত্ম চাও এই জমিনে
হয়ে অপশক্তির নিকৃষ্ট দাস;
তবে, তুমি রয়েছ মহা বিভ্রাটে !
অযথাই করছো ঘৃণার চাষ!
বরং ক্ষমা চাও দয়ালের কাছে
মিলতেও পারে চির অবকাশ।