আহ্ কি সভ্যতা! কি বাহারি তার বৈশিষ্ট!
যুদ্ধ করতে কেউ না চাইলেও চাপিয়ে দেয়া হয়!
তখন, কারো মনে ঘৃণা ছাড়া থাকে না অবশিষ্ট!
আগামী হতে পারে আরো বেশি ভয়ঙ্কর!
তাই, কোটি জনতাকে হতে হবে দুর্বার।
গড়তে হবে মুক্ত-স্বাধীন শান্তিময় পরিবার।
উদ্যোগী হতে চাইলেই হয়ে যায় গোলমাল।
ভাবনার সাথে মিলে না বাস্তব! হয় ভ্রান্তির উদয়!
দেশের আঠরো কোটি মানুষ যেদিন মনেপ্রাণে
বিশ্বাস করে মুক্তকন্ঠে করবে সত্য উচ্চারণ,
সেই দিন বুঝে নিবে স্বাধীনতার শত্রুরা-
এদেশ জনতার দেয়ালে সুরক্ষিত; আছে মৃত্যুর ভয়।
কারণ, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট সে কথাই বলে।
মানুষ তো কেউ অমর নয়; যা হবার হবে-
তবু, সত্যের পক্ষে অবস্থান নেয়া ঈমানের দাবী।
বিশ্বাসের মর্যাদা লাঞ্ছিত হলে অশান্তি বিস্তৃত হয়!
তবে, বিশ্বাসের শক্তি হৃদয়কে করে তুলে অজেয়!
করে না কখনো স্খলিত-ভ্রষ্টের কাছে আত্মসমর্পণ।
এই দুনিয়ার মোহে আমরা এমন কিছু ত্যাগ করছি!
যার কারণে, পস্তাতে হবে ওপারে অনন্তকাল।