বৈচিত্রহীন ব্যর্থজীবনের বিবর্ণ পান্ডুলিপিই
এখন শুনি হটকেকের মত বেশি দামে বিকোয়!
তাই ভাবছি, আত্মজীবনী লিখে ছড়িয়ে দিবো
বিলাসীদের জমজমাট ভোগের জলসাঘরে-
লটারীর মত ভাগ্যের চাকা যেতেও পারে ঘুরে!
তবে, বেশি দিন নয়, আর মাত্র দেড় দশক!
এভাবেই যদি ভোগীদের লালসা পূরণ করা যায়!
তাহলেই নেতিয়ে পড়বে রাবনদের নোংরা পায়!
তখন, জঞ্জালের মতই থাকবি পড়ে ভাগাড়ে!
উদ্বাস্তুর মত খুদকুঁড়ো খেয়ে রইবি পথে-ঘাটে!
আর যদি দাঁড়াতে পারিস শিরদাঁড়া সোজা করে,
পারিস বর্গীর বিরুদ্ধে শক্ত করে রুখে দাঁড়াতে!
ঐক্যের বন্ধন যদি হয় সিসাঢালা প্রাচীরের মত-
পাবি মুক্ত জীবন, থাকবি মানুষের মত বেঁচে।