নিদর্শন আছে; হিসেবের ভুলে
মানুষ হয়ে, মানুষের হয় দাস!
উপরন্তু, সময়কে গুরুত্ব দিয়ে
তারাই গড়তে পারে-ইতিহাস!
দায়বদ্ধদের! একটি সিদ্ধান্তই-
পরিবর্তিত করে! আত্মবিশ্বাস।
উপড়াতে পারে, মজবুত ভিত-
আবার রুখে দিতে পারে নাশ।
থমকে দিতে পারে, পিশাচকে-
বাড়াতেও পারে সবারই আশ।
ঘটাতেও পারে প্রচন্ড বিপর্যয়!
ফেলতে পারে, বেশুমার লাশ!
মুছেও ফেলতে পারে মুহূর্তেই
যুগান্তরের কলঙ্কের-ইতিহাস।