পরিণতির জন্য দাম্ভিকতাই দায়ী!
নিয়তিকে অপবাদ দেয়া অবান্তর!
জমাটবাধা বরফও কখনো কখনো
সাগর জলে ভেসে যায়-অজানায়!
ইতিহাসের কোন কোন-অধ্যায়ের
মাঝে মধ্যে-অপমৃত্যুও হয়ে যায়!
লেবুকে বেশি চিপলে-তেতো হয়!
সাধারণ-মনীষীর রঙে রঞ্জিত হয়;
তাই, তাঁদের ব্যতীত জঞ্জাল হয়!
কেউ ধৈর্য হারিয়ে! প্রলাপ বকলে,
সত্য-ন্যায়ের পথ, অবজ্ঞা করলে,
সম্মান তাকে ছেড়ে পালিয়ে যায়!
স্বাধীনতা স্বৈরাচারিতার জুড়ি নয়;
শান্তি-নিরাপত্তাও তখন দ্বেষী হয়!