মানুষের কি এমন দাম আছে!
তবে ফূটানি-আছে ষোলআনা!
মরার পরে যারা দুর্গন্ধ ছড়ায়!
পচে-গলে মিশে যায় মাটিতে!
কিন্তু জীবদ্দশায় টাকার গরমে
ক্ষমতার-প্রতাপে চন্দ্রাহত হই!
মানিনা আল্লাহ্ ও তাঁর বিধান!
এই মর্তভূমে হয়ে যাই প্রধান!
সে কারণে করি কত-অপকর্ম!
যা ব্যক্তির অস্তিত্বের প্রতিমুখ!
গুম-খুন-লড়াই, চলে বিশ্বময়!
মানুষরে দেইনা উচিত সম্মান!
তাদের সম্পদ করি-আত্মসাৎ!
অথচ দম ফুরালে-আসে রাত!