দুঃশাসনের খড়গ! দেখতে চাইনা আর!
নির্দোষ পরিণতির নিশ্চয়তা চাই সবার।
বলতে হবে দুর্নীতিরে চিরতরে গুডবাই;
অত্যাচার নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই।
চাঁদাবাজি পাঠাতে হবে, এবার যাদুঘর!
অন্যথায় পালাতে হবে দ্রুতই দুখনগর!
দেশের টাকা পাঠাও যদি-অতিশয় দূর!
পারবেনা পালাতে! পাল্টাতে হবে সুর!

তাইতো বলি দেশটা আমার নয় গরিব;
হই যদি সব হতাশ মানব স্রষ্টার হাবিব,
চাই যদি তাঁর খাসরহমত বিশ্বাস করে-
ফুরাবে না আশার ভান্ডার, জীবন ভরে;
শর্ত যদি মানতে পারি, শোন হে প্রধান
মানতে হবে এই জমিনে তাঁরই বিধান।