বারুদ ভান্ডারের উপর যারা রঙিন স্বর্গ গড়ো!
কারো কি জানা আছে? রিমোটটা কার হাতে?
তীব্র গরমে উত্তপ্ত হয়েও যদি ফেটে যায় স্বয়ং
কি দিয়ে করবে প্রতিরোধ? আছে কি কৌশল?
সময় বুঝে মানুষের মনকে পড়তে না পারলে
সুনামীর মোকাবেলা করবে কোন শক্তি দিয়ে?
যতই নিজেদের পরাক্রমশালী ভাবো না কেন!
আরশের বাসিন্দাকে পরাজিত করতে পারবে?
তার চেয়ে সেই ভালো, তাঁরই আনুগত্য করো-
যিনি সত্য সংরক্ষণ করেন, লাওহে মাহফুজে।
যেখানকার প্রবেশাধিকার পেয়ে থাকেন নিজে।
কতটা শক্তির অধিকারী তুমি? কিসের অহম?
কত সহজে শয্যাশায়ী হও, হৃদয় হ’লে যখম!
কতটা কষ্টে কাটাও দিন, না পেলে তাঁর রহম।