দেশটাকে ফোকলা করে দিয়েছে জংলী!
আবার তাদের মুখেই শুনি বড় বড় বুলি!
শুনে রাখো দেশবাসী, হয় না যেন বাসি;
চুরি করে জ্ঞান ঝাড়ে! মুখে আসে হাসি!
আসতেও পারে ফের-অভিনব বাহানায়!
তুলে ধরবে কেঁদে কেঁদে দূষিত পরিচয়!
মাধুরী মিশিয়ে বলবে কত কল্পকাহিনী!
সর্বদিক থাকবে ঘেঁষে লাঠিয়াল বাহিনী!
মজে গেলে অভিনয়ে, পাবি ফের সাজা;
বসবে মসনদে-প্রভুর মদদে হয়ে রাজা!
পাবেনা ফিরে আর-খোয়ানো স্বাধীনতা!
কষ্টে মরে গেলেও শুনবে না কেউ কথা;
লুটবে ফের মালপানি-রবেনা বৃক্ষপাতা!
খুঁজেও পাবি না শেষে টুটা-ফাটা কাঁথা!