মুখোশ খসে পড়লে কেউ কেউ নগ্ন হয়ে যায়!
তখনই বোঝা যায়, ওরা লেজবিশিষ্ট আরণ্যক!
অবাক বিস্ময়ে কেউ কেউ মজা লুটে ধন্য হয়!
অন্যরা হিসাব কষে মিলিয়ে দেখে ঘৃণীত ছক!
আলোর খেলা রাতের অন্ধকারে প্রতারিত হয়!
সত্যকে আড়াল করার চেষ্টা, গোপন থাকে না;
লজ্জাহীনতা গ্রাস করলেও বলে, পেয়েছি জয়!
প্রকাশ পেলে মুখোশ খুলে যায়, তবু বুঝে না!
বার্নিশ করা চাকচিক্যময় আসবাব চিত্তাকর্ষক!
তবে ভেতরে যদি লেগে যায় ঘুণ রয়না চমক,
কোন একদিন দেখবে সকলই হয়েছে বিধ্বস্ত।
ফেলে দিবে যেদিন ভাগাড়ে, থাকবে না আস্ত।
তাই সময় থাকতে ভাবো ভবিষ্যতে কি আছে,
তাহলে পাবে না কষ্ট-স্বপ্নরাজ্য আসবে কাছে।