ধোঁকা খেয়ে, বোকা বনে
চিনে নিলে ধড়িবাজ!
তোমাদেরই কোলে বসে
করছিলো হীন কাজ!
স্বস্বার্থে চেলেছিলো তারা
ভয়ানক দাবার চাল!
ঘুরিয়ে দিয়েছিলো খেলা
হয়েছিলো সব টাল!
ভেবেছিলো কেড়ে নিবে
রক্তে কেনা বিজয়!
ঠেক দিয়ে বোঁচকা ছিনা
সর্বদাই সোজা নয়!
মরণের আশংকা ছিলো!
ছিলো হারবার ভয়!
উড়ে এসে জুড়ে বসলে!
মুনাফেক মহাশয়!
এবার তুমি বুঝবে জ্বালা!
প্রতারণার ফল কি!
সুস্বাদু খাবার খাবে আহা
ঢালিয়া মাগনা ঘি!