কেউ যখন গ্যাঁড়াকলে পড়ে হাবুডুবু খায়!
দর্শকদের অনেকেই খুব বেশি মজা পায়!
বুদ্ধির বলে যারা আধিপত্যের করে খোঁজ!
ফন্দির দীঘিতে সাঁতার কাটে রোজ রোজ!
কত নীতি-কৌশল ঘোলা করে খাঁটি জল!
চাপে চাপে দলে-বলে, মহাজন হয় চঞ্চল!
অবশেষে ফেঁসে গিয়ে! খন্দকে পরে তারা
দেহভরে কাদামাটি মেখে হয় ছ্যাড়াব্যাড়া!
তবু স্বপ্নের মালাগাঁথা! হয় না মোটে শেষ;
সতীর্থরা ডেকে বলে মোহনীয়! বেশ বেশ।
প্রলাপে বাড়ে বিবাদ, কেউ বা পাতে ফাঁদ!
কালমেঘে ঢেকে যায় গগনের পূর্ণিমা চাঁদ!
এভাবে সময় যায়, কেউ আর নেয় না দায়
অতঃপর হারিয়ে ছন্দ! শেকল জড়ায় পায়!