রিমঝিমিয়ে বাদল এসে ভিজিয়ে দিল মন,
স্মৃতি এসে ডাকল কাছে বদলে গেল ক্ষণ!
বাতায়নে বসে ভাবি সেই কৈশোরের কথা;
হৃদ বিদ্ধ করে কতকিছু না পাওয়ার ব্যথা!
সারি সারি সাজানো আছে হৃদয়ের মাঝে!
তারুণ্য-যৌবন পেরিয়ে, ভাবি বসে সাঁঝে!
একে একে চলে যায় সময়কে আসি বলে,
অতঃপর মৃত্যু এলে ভাসে সব আঁখিজলে!
পড়ন্ত বিকেলে দেখি, আবেগী অন্তর দিয়ে
সহসা ফুরাবে বুঝি ক্ষণ-আত্মা যাবে ক্ষয়ে!
স্মৃতির পাতাগুলো! ভেসে উঠে মানসপটে!
ভুলে যেতে চাই তবু, দেখা হয়ে যায় বাটে।
সময় গড়িয়ে গেছে কখন সেই নিশি রাতে!
নির্ঘুম কাটিয়ে রাত, ভুলটা ভেঙ্গেছে প্রাতে!
বৃষ্টির সুরে সুরে, দেখেছি ইতিহাসকে ঘুরে!
স্বপ্নহীন জীবন আমার থেকেছে বহুত দূরে!