আমার বর্ণিল পতাকা-প্রাণপ্রিয় মানচিত্র আর
সমৃদ্ধভূখন্ড থেকে যারা করতে চায় বহিস্কার!
আমি খমচি দিয়ে ধরবো তারে মনের জোরে
চুষে নিব বুকের লহু, এটাই আমার অঙ্গীকার।
মৃত্যুকে জয় করে ফিরে আসবো হাজার বার
স্বপ্ন নিয়ে করবে যারাই ছলচাতুরী-মিথ্যাচার
আমি রাখব না তার শির, করে দিব ছারখার;
তাতে হোক না আমার মৃত্যু লক্ষ-কোটি বার।
সাড়ে সাত কোটিকে পারেনি হারাতে সেবার
কেমন করে হারাতে চায় দোহারাকে এবার!
মাদকাসক্ত বানিয়ে করতে চায় যারা শিকার
সময় হয়েছে আজ ঘূণপোকা চিহ্নিত করার।
এখনও বোধোদয় না হ'লে, হবে কবে আর?
হারালে পাবি না ফিরে, করবে কে সুবিচার!