কেউ যদি নাটক করতে গিয়ে
ফাটকে-আটকে যায়!
তার তরে আর কোন দুঃখ নয়-
বড় জোর করুণা হয়!

নির্লজ্জের মতই পায় না শরম
ভাবে-আছে বহু দম!
মাঠে-ঘাটে দিতে থাকে হুঙ্কার
একটু কমে না গরম!

কেউ যদি মস্তবড় খিলাড়ী হয়
মানে না সে পরাজয়!
কিন্তু, গ্যাঁরাকলে ফেঁসে গেলে
শঙ্কায় পালিয়ে যায়!

হায়রে মানুষ! কতই হাস্যকর!
যদিও ভাবে সে স্বয়ং-অধিশ্বর!