এখনও যারা পামরের অনুগত ভৃত্য-
তারা নয় দেশ-জাতি-জনতার মিত্র।
একে একে ধ্বসে গেলে সকল স্তম্ভ!
চুপি চুপি দেখতে হবে হয়ে হতভম্ভ!
জলসাঘর হবার তরে হয় নাই জন্ম!
অনাচারী-দুর্বিনীতের নেই যেন ধর্ম!
রীতিনীতি গেছে ভেসে, তীব্র স্রোতে
তাই তো আরণ্যকরা উঠেছে মেতে!
আইন-কানুন আর মানছে না কেউ!
বর্জ্য ধুয়ে যাবে-এলে সুনামিরঢেউ;
হুঁশিয়ার! সাবধান! দেশের জনগণ!
প্রয়োজনে করতে হবে, একত্রে রণ!
তবেই শান্তি পাবে, দেশের জনগণ;
দানব রুখে দিতে, করতে হবে পণ।