অসুরকে দেবো না আর শুনাতে রাগ
বাসর হবে আমাদের জান্নাতের বাগ,
দেবো না হতে আর স্বর্গের সিঁড়িঘর;
কুচক্রীদের দেবো না জ্বালাতে আগ।

পর্দার আড়ালে ভেংচী কাটে বারবার
স্বপ্নের বয়ান দিতে দেবো না এবার;
গজাতে দেবো না আর পামরের শিং-
কিছুতে দেবো না দিতে, খঞ্জরে ধার।

কার হয়ে করে কাজ! বুঝেছে সবাই,
গুপ্তসঙ্ঘের পক্ষে ওরা, থাকে সদাই!
চোখের চাহনী ওদের! শ্বাপদ যেমন;
তাদেরই চক্করে, ভাগ হয় ভাই ভাই!

ইচ্ছের দাসত্বে তাদের, বিপত্তি নাই!
ওদের মন বলে, শুধু মালপানি চাই!
হায় হায় ওদের মাঝে টাকার নেশা!
সারাদিন করে তারা, শুধু খাই খাই!