খাবলা খাবলা খাইল মর্দ
তাকাইলো না পিছে,
দেখতে পেত মৃত্যুবাহক!
ভাবতো সবই মিছে।
কিন্তু এখন সময়টা শেষ
বলছেও সবাই মন্দ!
অপকর্মের দিতে হিসাব
ছড়াতে পারে দুর্গন্ধ!
টাকা-পয়সা করলি চুরি
প্রাণ রবে কয়দিন?
যাদের তরে রেখে যাবি
নেশায় হবে ক্ষীণ!
বিচার যেদিন শুরু হবে
হারিয়ে যাবে ছন্দ!
নিজের সাথে যুদ্ধ করে
বাড়বে শুধু দ্বন্দ্ব!
রুদ্র নরক ধরলে চেপে
পাবিনা খুঁজে বন্ধু!
অথৈ পাথার চতুর্দিকে
ভাববি দেখে সিন্ধু!