সুন্দর ভোরের প্রত্যাশায় ঘুম থেকে উঠে দেখি-
সূর্যটা লুকিয়ে আছে ঘনকালো মেঘের আড়ালে!
থমথমে ভাবটা কেটে গেলো বজ্রপাতের গর্জনে!
বসেছিলাম দেউড়িতে নেমে-এলো রিমঝিম বৃষ্টি!
মনের অজান্তেই চলে গেল বহু দূরে উদাসী দৃষ্টি!
প্রকৃতির খেয়ালী ঢঙ্ কেউ কি পারে বুঝে চলতে!
চুপিসারে কত স্মৃতি উঁকি মারে বার বার অবসরে,
সীমানা ছাড়িয়ে মন হারিয়ে যাবার এইতো সময়,
হুঁশ ফেরাতে যখন আর আসে নাই কেউ পাশে!
চেতনা লুপ্ত হলো নীরবে কখন যে ঘুমটা এসে!