অন্তরালের বাণী শুনি সংগোপনে!
কেউ কেউ ভয়ে আছে মনে মনে!
যদি কেউ জেনে যায় খবর আছে!
তুমি কিন্তু বলিও না কারো কাছে।
চারিদিকে জল্পনা মুখে নেই হাস;
ওরা যদি শুনে তবে হবে সর্বনাশ!
ওরা কিন্তু ভয়ঙ্কর শয়তানের দাস-
একটু জানলে, ফেলে দিবে লাশ!
হৃদয়ে শঙ্কা তবু, করে চাপাবাজি!
যার সঙ্গে কথা হয় সে বড় পাজি!
ওদের মাঝে কেউ বা আছে গাজী
কিন্তু কথা-কাজে হয় নারে রাজি!
কখন কি হয়ে যায় বলা মুশকিল!
রঙিন আশা বুঝি হয়ে যাবে নীল!