হৃদয়ের আবেগ যখন ভাষার সান্নিধ্যে এসে
ছন্দ খুঁজে পায়, তখনই সূচনা হয় কবিতার।
কবিতা, একান্তই নিজস্ব ভাবনার প্রতিফলন;
যা, কল্পলোক থেকে এসে মান পেতে চায়।
কবিতা, প্রেম-বিরহের-সুখ-দুখের কথা কয়,
কখনো কখনো আবার আশার বাণী শোনায়।
পীড়িতের পাশে দাঁড়িয়ে প্রতিবাদী হয়ে যায়,
কখনোবা মানবতার পক্ষে যুদ্ধ ঘোষনা চায়!
কবিতা, কখনো কারো আপনার সম্পদ নয়;
কবিতা সত্য কথা বলে, নির্ভাবনায়-বিশ্বময়।
জুলুমের বিপক্ষ হয়ে বার বার রুখে দাঁড়ায়!
মুক্তির গান হয়ে, দুখীর মাঝে শৌর্য বিলায়।
কবিতার মর্মার্থ শুধুই, প্রেম-ভালোবাসা নয়;
দুঃখ দূর করে, কাছে টেনে তৃপ্তও করে যায়।