কবিতা আমার তৃষ্ণার জল;
সেই তো হৃদয়ের পবিত্র ক্ষুধা!
তারই মাঝে খুঁজি সৃষ্টির আনন্দ-
পাই যেমন প্রকৃতির মাঝে সুধা।
প্রশস্ত দিগন্তে ডানা মেলে পাখি
পায় নিশ্চয়, সেখানে সে মুগ্ধতা,
মহান স্রষ্টার কুশলী সৃষ্টির মাঝে
খুঁজি সৌন্দর্য-খুঁজি কত স্নিগ্ধতা।
সৃষ্টিশীলতা মনের ক্লম করে দূর,
মনের মাঝে বাজে, সুমধুর সুর।
অনন্ত যাত্রায় যেন, খুলে যায়
স্বস্তির দ্বার-কিসে শান্তি তায়;
সুগন্ধ ছড়ায় মহাজাগতিক
প্রণয় বেড়ে যায় স্রষ্টায়।