উত্ত্যক্ত করে মুচকি হাসো
খেলছো আজব খেলা!
হাতে রেখে সোনার কাঠি
আটকাতে চাও বেলা!
হঠাৎ তুমি সকাল-বিকাল
ভাবো ঠিকই পাবে জয়,
তারই তরে রাত-বিরাতে
বুকের রক্ত হচ্ছে ক্ষয়!
রাজনীতিটা নেশার পেশা
বহুত কথা লুকিয়ে রয়,
মেরে-কেঁদে জিতে গেলে
পাবে তুমি সত্যি জয়!
জেগে জেগে স্বপ্ন দেখো!
জবরদখল সহজ নয়।