কি ছিল তোমাদের-আহামরি অর্জন?
তবু্ও করে গেলে দম্ভ, অশুভ গর্জন!
দুর্নীতি-দুঃশাসন করলে নিয়ে দুর্জন!
দস্যুর মতন করেছ রাজকোষ লুণ্ঠন!
অকাতরে করেছ জনতাকে নির্যাতন!
ছিনিয়ে নিয়েছ তাদের জমি-উঠোন!
নির্বিচারে করেছ, অনঘকে অপহরণ!
জুলুম করে নিয়েছ-অঢেল মুক্তিপণ!
সেঞ্চুরি পূর্ণ করেছ-করে নারী ধর্ষণ!
সত্যান্বেষীদের করেছ বহু ব্যঙ্গবর্ষণ!
প্রতিবাদীদের করেছ অহেতুক দমন!
প্রতিপক্ষকে করেছ নিগ্রহ খুন-পতন!
করনি আক্ষেপ-দেখে ওদের রোদন!
আর নয় ক্ষুব্ধতা, করো আত্মশোধন।



অনঘ>নিষ্কলুষ