তোমরা পার-পার খেলবা,
আমাগো নিয়া তামশা করবা-
যহন মন চায়, রক্ত চুইস্যা খাইবা-
আর সবতে বইয়া বইয়া তামুক খামু!
দুনিয়াডা তগো বাপের না!
তগো মশকরা আর চলবো না;
আগের মত জুলুম সহ্য করুম না।
ভাবছোছ, তর হুংকারে ভাইগ্যা যামু!
খয়রাতি ডিগ্রী! আর নয়!
যেই দিকেই দেহি দলীয়ময়!
মূল্যবোধের তরা, করছোছ ক্ষয়!
দিতেই অইবো তগো ব্যাবাক হিসাব!
সহজে মিলবো না জয়!
পাইছি তগো হাছা পরিচয়!
রক্ততো দিছি-আর কিয়ের ভয়!
বুইজ্জা পাবি এইবার আসল কিতাব।