স্বাধীনতার সুমধুর বাণী
মিষ্টি লাগে সবাই জানি
কেউ যদি নেয় ছিনিয়ে
অন্ধকারে ডুববে রানী!
টানতে হবে জীর্ণঘানী!
হারাবে তখন স্বপ্নদানী
আঁধারে, হারিয়ে সুপথ-
পন্ড হবে, জীবনখানি!
ধারণা ছিল জ্ঞানীগুণী;
সেই হেতু সবাই মানি,
স্বার্থপর হলেই বিপদ!
হারাবো, সোনার খনি!
সময়মত ধর রে টানি
ভুলে যা, মনের গ্লানি;
এ বেলা উঠরে জেগে
দূর হোক ঘোর রজনী।