আগুনের ফুলকি ছোটে! অভিশপ্ত নগরীতে-
যেখানে নরকের যন্ত্রণা বাড়ে আজন্মপাপে!
সেখানে মুক্তির মিছিল নেই-নেই আরাধনা;
শুধু ভোগের বাহানা আছে প্রতি পদক্ষেপে!
ওখানে ত্যাগের মাধুর্য নেই-নেই ভালবাসা
চলে লোভের মর্ত্যে শুধু-অশ্লীল-আলাপন!
শুধু বসন্তবিলাস তাই পরকীয়ায় সরগরম!
নেই দয়া-মমতা আছে আঁধারের ব্যাকরণ!
এখানে ঋতুরা বদলহীন-আছে শুধু ফাল্গুন;
মানুষের দুনিয়াতে চলছে, শুধু দানবাচরণ!
সবাই সম তালে, লগি মেরে এগিয়ে চলে,
একসুরে বয়ে চলে তন্ত্রমন্ত্রের মিশ্রসমীরণ!
এখানে সত্যের কদর নেই, নেই মানবতা!
আলোর ফোয়ারা নেই, নেই বুঝি বিধাতা!