বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও কেউ কেউ-
হাসতে পারে মুচকীর সাথে অট্টহাসি!
পাথরের মত হৃদয় যার-সেই পাষাণ!
ঘাতকের মত সে, দিতে পারে ফাঁসি!
স্বপ্ন যদি কারো হৃদয়ে, থাকে অপূর্ণ!
বেদনা নিয়ে চলে যায়! জমিন ছাড়ি!
নিকৃত হয়ে বিদায় নেয় কলংক নিয়ে-
পড়ে থাকে চরাচরে টাকা কাঁড়িকাঁড়ি!
জিঘাংসায় পারঙ্গম, জুড়িহীন-উন্মাদ!
মানেনা কারো সে বুনিয়াদি অধিকার;
আপন ইচ্ছা মানাতে করে ওরা বাধ্য!
অধিপতি হ'তে চায়, বারবার বহুবার!
অবশেষে! সময় যখন হয়ে যায় শেষ,
তার প্রতি মহান বুঝি, হয়ে যান রুষ্ট!
তবে কি সাবাড় হয়, কারো অবকাশ!
কেউ বুঝি অন্তরে পায়, ভয়ানক কষ্ট!