পৃথিবী এখন এমন এক মন্দ রঙ্গমঞ্চ!
যেখানে নিত্য দেখি দানবের অভিনয়!
মিথ্যার বেসাতি করে ভ্রষ্টারা পায় জয়
তাইতো প্রতিদিন সত্য পরিত্যক্ত হয়!

মানবতার হন্তা গায়, শান্তির জয়গান!
ফিলিস্তিনে দেখি, শিশুর ঝাঁঝরা লাশ!
কাঁদে না কারো হৃদয়! ঝরে না অশ্রু!
বুলেটের ঘাতে নিথর হয় নারীর শ্বাস!

অবৈধ শিশুই গড়ে ভয়ংকর ইতিহাস!
নীরবে-নিভৃতে করে ওরা ঈর্ষার চাষ!
হিংস্রতার শীর্ষে থাকে পিশাচের দাস!
জনপদে-সংসারে পায় তারই প্রকাশ!

ঐতিহ্য ভুলে যায় কৃতঘ্ন! অহমিকায়!
ধৃষ্টদের জুতায় পিষ্ট হয়, জায়নামাজ!
দাম্ভিক হৃদয় সত্যরে করে অস্বীকার!
তবু কারো ললাটে নেই চিন্তার ভাঁজ!

মসজিদে প্রচার চলে আযানের ধ্বনি;
ছালাতে মুসলমানগণ কাতারবদ্ধ হয়,
মুক্তির আশা নিয়ে মুসুল্লি বাড়ি ফিরে
জিহাদের সাথে কারও হয়না পরিচয়!

আমরা হতভাগা! এই সেই নষ্ট সময়!
তবুও মনে জাগে নারে বিপ্লবের সাধ!
খাদের কিনারে! তবুও আজ বেঈমান!
শেষক্ষণ সন্নিকট, সামনেই মরণফাঁদ!