কেউ বা ছিল নেশার পেশায়
কেউ বা ছিল চোর!
মুখোশ পড়ে মিশতো হেসে
সবাই হারাম খোর!
কারোর ছিল নারীর আড়ত
করতো সরবরাহ!
রঙিন নেশায় ভাসিয়ে ওরা
বাড়িয়ে দিত মোহ!
রজনী শেষে ভোর না হতে
করতো ওদের পর!
এমনি করে হাজার নারীর
ভাঙ্গতো ওরা ঘর!
পঙ্খিরাজে আরোহণ করে
যেত হরেক দেশে
পরের টাকা নিজের ভেবে
খাইতো চুষে চুষে!
হৈহুল্লোড়ে মাতিয়ে রেখে
করতে থাকে শোর!
দুনিয়াদারী ভালোই বুঝে
চিনে না ওরা গোর!