হৈহৈ কান্ড রৈরৈ ব্যাপার!
চাউর হয়েছে দারুন তথ্য;
গতি যার ভয়ানক দুর্বার!
দাম শুধু কাঁচা লঙ্কার নয়
বেড়েছে দেশেরও বিস্তর!
যখন বড়কে কনিষ্ঠ কেউ
দেয় না আর কোন পাত্তা,
এমনকি ছেড়ে যায় মাত্রা
ভাব, কেমনতর এ বার্তা!
অথচ নেই সদৃশ ক্ষমতা!
বহুজন করছে রসিকতা!
নেইরে কারো মাথাব্যথা!
বেশি বোঝা নেতা-খ্যাতা
মানছে না কারোর কথা!
লিখছে নানা কাব্যগাথা!
নিজদের ভাবছে বিশাল!
চালছে দুরূহ দাবারচাল!
ছড়িয়ে দিচ্ছে ফাঁসজাল!
সবাই উত্তাপে উন্মাতাল!
খেলায় কে হবে নাকাল?