যতই অসত্য দিয়ে ভরো তুমি বস্তা!
মিথ্যুকদের প্রতি কেউ রাখেনা আস্থা;
অবশেষে হারাইও না দীপ্তিময় রাস্তা,
তাতেই খুইয়ে প্রেম হয়ে যাবে সস্তা!
শুরু হয়েছে বেচাকেনা, নতুন করে!
শেষে কতজন বিক্রি হবে কত দরে!
কেউ কাপট্য করে, কাতরাবে জ্বরে!
কেউ বা প্রান্তর ছেড়ে পালাবে ডরে!
খেলাকি জমবে শেষে! বলবে কারা,
বিভীষণরা বলবে থাম! একটু দাঁড়া;
চুপিচুপি করেছি বপন, লাভের চারা
শ্রেষ্ঠ প্রমাণিত হবো, কাটলে ফাঁড়া!
আহা কিযে দর্শন করে তারা অর্জন!
প্রিয়জনও সেজেগুজে করছে গর্জন!
তবে যারা খেলোয়ার তারাই সজ্জন,
তারাই জয় পেয়ে হবে বড় মহাজন।