আমি ঝরিয়েছি খুন, পোহায়ে আগুন!
রেখেছি পূর্ণ করে ব্যথার কানন!
ভেবেছিলাম, দেখাবো তোমায় একদিন;
তবে কি আমি ভুলের পাথারে
বৃথাই করেছি সন্তরণ!
কোটি জনতার বজ্রমুষ্টি কোথায় এখন!
সুখের মোহনা পেয়েছিল খুঁজে সেই তখন-
চুপিসারে হারিয়েছে তারা সেই ফাগুন!
তবে কি সবাই ভুলের পাথারে
বৃথাই করেছে সন্তরণ!
রাজপথে ছিল রুদ্র দ্রোহের তপ্ত উনুন!
ভেঙ্গেছিল তারা বৈষম্যের সব কানুন!
আজ তারা নেই কোন দরবারে!
লুটেপুটে খায় দানবের দল-
দেখতে যেন ভীম শকুন!
তবে কি সবাই ভুলের পাথারে
বৃথাই করেছে সন্তরণ?