হে আল্লাহ্ ! তোমার নিকট-আর্জি-এই:
আমার কলমকে তুমি কখন্ও করো না
মজলুমের দুশমন, জালিমের হাতিয়ার।
তোমার সৃষ্টির রহস্য সর্বদাই আমাদের
বিশ্বাসকে-অটল রাখতে শক্তি যোগায়;
সমাজ শুদ্ধ হলে মজলুমদের হবে জয়।
বসন্তের প্রশান্তি-সুগন্ধ ছড়াবে জমিনে।
তখন-আমার কলম হবে, চরম সার্থক!

পক্ষ-বিপক্ষর মাঝে কি এমন বিরাজে!
যারা সুবিধাবাদী বা মোনাফেক সাজে!
যদিও সাজে ওরা জঘন্য বলে হয় গণ্য
ষড়যন্ত্রকারীরাও তেমনই, নয়তো ভিন্ন!
ওদেরই সংমিশ্রণে, দেশ-জাতি হয় নষ্ট
তাদের কারণে! সরল-মানুষ পায় কষ্ট!