একটা করে ধকল যায়!
ক্রমান্বয়ে কাবু হয়!
অবশেষে সে হায়!
একুল হতে ওকুল যায়!
হয় না কোন ব্যতিক্রম!
আয়ু কমে ঝমাঝম্!
চাই যদি বেশি শ্বাস-
নেই ক্ষমতা, হাসে যম!
স্বপ্ন দেখতে নেই বাধা;
নাতি কিংবা দাদা!
ঢের দেখলে হাঁদা-
বলবে সবাই তুই গাধা!
বয়স নাকি, বেড়ে যায়;
খুশিমনে গান গায়;
যে বলে কমে মিয়া-
তারা আরো বেশি চায়!
কম চাই বা বেশি চাই-
করি শুধু খাই খাই!
শক্তি কোথায় পাই
স্রষ্টা ছাড়া উপায় নাই।