স্পর্ধিত উচ্চারণে মুক্তির প্রত্যয় জানাতে চাই!
তোমাদের অবিশ্বাস্য-আচরণে স্তম্ভিত জনগণ!
আমিও ভূমিপুত্র, জলস্রোতে ভেসে আসি নাই;
আমার ত্যাগের মূল্যটা কত! সেটা বলে যাই।
হারানো সে অধিকার! আমি ফিরে পেতে চাই।
বিসর্জনের রক্তপিচ্ছিল পথে যাদের পাই নাই;
তারাই কেন অন্যায় ভাবে, নিতে চায় সবটাই!
ইতিহাস সাক্ষী দেয়, জনতার হিস্যা পুরোটাই।
তোমার কর্মযজ্ঞে প্রমাণ দিয়েছ তুমি নক্তচর!
যতই প্রচার চালাও, তুমি নও বিশ্বের অধিশ্বর।
বিনম্র ব্যবহারে ভেবো না বেনামীরা নিরাধার;
দ্যুতিমান থাকতে চাও ছড়িয়ে দিয়ে অন্ধকার!
অথচ, পার্থিব জীবনে কেউ নয় অথর্ব-স্বপ্নহীন,
পরিশোধ করতে হবে সব ত্যাগী জনতার ঋণ।