রাজনীতি সবার তরে শোভন নয়।
যখনই কুয়াশার মাঝে হারিয়ে যায়,
ধোঁয়াশাও করে মানুষকে বিভ্রান্ত!
আলেয়ার ছলনার মাঝে সঠিক রাস্তা
যারা খুঁজে পেতে পারে এগিয়ে যাবার,
রাজনীতি তাদের তরে, অন্য কারো নয়।
তাই তো মানুষ আজ কত অসহায়!
পড়েছে হিংস্র রাজনীতির ঘৃণ্য যাঁতাকলে!
জীবনের প্রয়োজনটুকু মেটাবার যাদের
সামান্যতম সামর্থ নেই, তারাও দেয়
দেশ শাসনের বিচিত্র ভাষণ,
নেই যার স্বীকৃত ব্যাকরণ!
রাজনীতি, পরাক্রমের নীতি নয়,
জনকল্যাণে কৌশলের খেলা;
সাম্য-শান্তি-সততা যদি নাই থাকে দেশে!
অশান্তি চালাবে আগ্রাসন জনপদে!
তাতেই দুঃস্থ হবে সচ্ছল অনায়াসে।
তাই চাই, সজ্জনের সদাশয় আয়োজন;
ফিরে পায় যেন প্রশান্তি-অধিকারহীন।
রাজনীতি হোক গণমানুষের প্রয়োজনে,
তবেই সিদ্ধ হবে, পাবে ওরা অভিনন্দন।