লক্ষ-কোটি জনদরদী যত নেতাদের সংসদে-
বিরচিত হয় মানবতার পক্ষে কত না বিধান!
তবু ঘুচে না অভাব-অনটন চায় সব অনুদান!
ঘরে ঘরে হাহাকার! অভুক্ত মানুষেরা কাঁদে!
বারুদের বজ্রনিনাদে চলে রক্তের হোলিখেলা
নারী-শিশুর নিথর দেহের স্তুপ বাড়ে দৈনিক!
রক্তনেশায় উন্মাদ হয় অস্ত্রধারী কত সৈনিক!
তাদের উন্মত্ততায় কাটে সকাল-সন্ধ্যা বেলা।
শাসনের নামে সন্ত্রাসীদল করে কত লুটপাট!
ওদের দাপটে কাঁপে জনপদ, জবান তবু বন্ধ,
রুদ্র প্রহরীর নিগ্রহ বাড়ে! কাজীগণ সব অন্ধ!
বেড়েই চলে অধিনায়কের, হিংস্রতা-ঠাটবাট!
রাজপথে নামে জনগণ শেষে-ঝরে তাজা খুন
ঝলসে যায় জনতার দেহ! জন্মে মুক্তির ভ্রূণ।