সবার জীবনেই চাই, কিছু বিনোদন।
আর যদি হয় তা-নিসর্গের সান্নিধ্যে!
মনে হবে আছি যেন এক স্বর্গরাজ্যে!
চারদিকে সুউচ্চ পাহাড়-মাঝে লেক!
পর্বতের গায়ে ঝুলছে সুদৃশ ইমারত!
উদাস হয়ে যায় মন ভাবি বসে বসে
না জানি জান্নাত, কতই না মোহনীয়;
গিরিতে মিশেছে কতই-উদাসী মেঘ।
দুখের মাঝেও জেগে-উঠে ঢের স্বপ্ন!
যদি ঊর্মীর মত! মনটা হতো উচ্ছল!
যদি, উড়তাম পাখির মত বেধে দল!
ভুলতাম! মানুষের মত বাঁচার-ইচ্ছে!
থাকত না, বিরহের বেদনা আর কষ্ট!
হৃদয়টা হয়ে যেতো, সুবৃহৎ পরিপুষ্ট!