বিচিত্র বসুধায়, কতই না বিজ্ঞতা করি অর্জন!
কেউ কেউ ভালোবেসে, কাছে টানে প্রিয়জন;
কেউ বা কাউকে ঘৃণায়-অবজ্ঞায় করে বর্জন!
অথচ, সবাইকে মনে হয় পবিত্র-সাধু-সজ্জন।
কথাকাজে নেই মিল! অকারণেই ভেঙ্গে দিল
ভ্রষ্টমানুষ নর্দমার কীটের মত করে কিলবিল!
জুলুম না সইতে পেরে, নিজ ঘরে দেয় খিল;
আত্মরক্ষার তরে ফুঁসে উঠে মারে কেউ ঢিল!
কেউবা কায়েম করে ভয়ালরাজ্য কেটে শির!
মুক্তির মিছিলে গিয়ে প্রাণ উৎসর্গ করে বীর!
উল্টো চামচা গিয়ে ভাঙ্গে তার সাজান নীড়!
অট্টহাসি দিয়ে অমিত্রগণ, পুলকে খায় ক্ষীর!
কখনো বা পরাজিত হয়ে কেউ পালিয়ে যায়!
কখনো বিচারে তারা কঠিনতম শাস্তিও পায়।